প্রচ্ছদ > রাজনীতি > বিএনপি

বিএনপিকর্মীর ওপর জেএসডির হামলা, ভিডিও ভাইরাল

article-img

লক্ষ্মীপুরের রামগতিতে সজিব হোসেন নামে বিএনপির এক কর্মীর ওপর জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির নেতাকর্মীদের হামলার একটি ভিডিও ক্লিপ সামাজিক মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনা কেন্দ্র করে স্থানীয় বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া ও উত্তেজনা বিরাজ করছে। 

বিএনপির পক্ষ থেকে হামলাকারীদের শনাক্ত করে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। 

অপরদিকে জেএসডির পক্ষ থেকেও ফেসবুক পোস্টের মাধ্যমে পাল্টা প্রতিক্রিয়া জানানো হচ্ছে। এর আগে ১০ ডিসেম্বর রাতে লক্ষ্মীপুর-৪ আসনের জেএসডির সংসদ সদস্য প্রার্থী তানিয়া রব কমলনগরে একটি রাজনৈতিক জনসভা শেষে নেতাকর্মীদের নিয়ে বাসায় ফিরছিলেন। এ সময় রামগতি উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নের হারুন বাজার এলাকা হয়ে আজাদনগর বাজারে পৌঁছালে সেখানে অবস্থানরত ছাত্রদলের ওয়ার্ড সভাপতি সজিব হোসেনের ওপর অতর্কিত হামলা চালানো হয় বলে অভিযোগ ওঠে। হামলায় সজিব হোসেন মারধরের শিকার হন।

বিএনপির দাবি, লক্ষ্মীপুর-৪ আসনের সাবেক দুবারের সংসদ সদস্য আশরাফ উদ্দিন নিজানের পক্ষে দলীয় মনোনয়ন দাবি করে সজিব হোসেন নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন। এতে ক্ষুব্ধ হয়ে জেএসডির কর্মী-সমর্থকরা হামলা চালায়। এ ছাড়া একই সময়ে চর পোড়াগাছা ইউনিয়নের আজাদনগর, কামালপাশার মোড় ও হাজীগঞ্জ বাজারে পৃথক হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে বলে অভিযোগ করে বিএনপি। 

এসব হামলায় বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের অন্তত ছয় নেতাকর্মী গুরুতর আহত হন। ভাঙচুর করা হয় প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং একই ফ্রেমে থাকা সাবেক সংসদ সদস্য আশরাফ উদ্দিন নিজানের ছবি।

আহতরা হলেন—চর পোড়াগাছা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের প্রচার সম্পাদক মো. আল আমিন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি আবদুল হাই, যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান মামুন এবং স্বেচ্ছাসেবক দল কর্মী মো. রুবেল। গুরুতর আহত মো. আল আমিন, সজিব হোসেন ও মাহবুবুর রহমান মামুন বর্তমানে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।  

এ ঘটনার সময় এক প্রত্যক্ষদর্শীর ধারণ করা ভিডিও ফুটেজ ইতোমধ্যে ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এতে উভয় পক্ষের কর্মী-সমর্থকদের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে।

রামগতি উপজেলা বিএনপির সভাপতি ডা. জামাল উদ্দিন যুগান্তরকে বলেন, ‘গত ৮ ডিসেম্বর আলেকজান্ডার সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জেএসডির জনসভা থেকে রামগতি উপজেলা বিএনপির বহিষ্কৃত এক নেতার উসকানিমূলক বক্তব্যের পর থেকেই জেএসডি নিয়মিতভাবে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা চালাচ্ছে। দলীয় নির্দেশনা অনুযায়ী আমরা শান্ত থাকায় প্রতিক্রিয়া জানাচ্ছি না। এতে তারা বিএনপিকে দুর্বল ভাবছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের নেতা আশরাফ উদ্দিন নিজান নেতাকর্মীদের শান্ত থাকার নির্দেশ দিয়েছেন। তিনি বর্তমানে পবিত্র ওমরাহ পালনের জন্য মক্কা শরিফে অবস্থান করছেন। নেতার প্রতি সম্মান দেখিয়ে আমরা কোনো সংঘাতে জড়াচ্ছি না। তবে এভাবে চলতে থাকলে জেএসডিকে উপযুক্ত জবাব দেওয়া হবে।’

অভিযোগ অস্বীকার করে রামগতি উপজেলা জেএসডির সাধারণ সম্পাদক লোকমান হোসেন বাবলু যুগান্তরকে বলেন, ‘চলতি মাসের ৮ ডিসেম্বর আলেকজান্ডার সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে জেএসডির শান্তিপূর্ণ জনসভা আহ্বান করা হয়েছিল। সেই জনসভা ব্যাহত করতে বিএনপি ঘোষণামূলকভাবে প্রতিরোধ কর্মসূচি দেয় এবং পথে পথে আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর করে।’

ভাইরাল ভিডিও প্রসঙ্গে তিনি বলেন, ‘১০ ডিসেম্বর কমলনগরের হাজিরহাট বাজারে জনসভা শেষে সংসদ সদস্য প্রার্থী তানিয়া রব নেতাকর্মীদের নিয়ে রামগতির বাসভবনে ফিরছিলেন। এ সময় হারুন বাজার এলাকায় তার গাড়িবহরে বিএনপির কর্মীরা পরিকল্পিত হামলা চালায়। আত্মরক্ষার্থে জেএসডির কর্মী-সমর্থকরা এগিয়ে এলে দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়। ওই ঘটনায় জেএসডিরও একাধিক কর্মী আহত হন।’ 

তিনি দাবি করেন, জেএসডির কোনো নেতাকর্মী উচ্ছৃঙ্খল কর্মকাণ্ডে জড়িত নয় এবং বিএনপি উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে।

রামগতি থানার ওসি লিটন দেওয়ান বলেন, ‘এ বিষয়ে এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’


আরো খবর